Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / মার্চ থেকে কত বাড়ছে বিদ্যুতের দাম জানালেন প্রতিমন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মার্চ থেকে কত বাড়ছে বিদ্যুতের দাম জানালেন প্রতিমন্ত্রী

February 27, 2024 01:20:03 PM   অনলাইন ডেস্ক
মার্চ থেকে কত বাড়ছে বিদ্যুতের দাম জানালেন প্রতিমন্ত্রী

প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। যা কার্যকর হবে মার্চের প্রথম সপ্তাহ থেকে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি জানান, বিদ্যুতে ভর্তুকি থেকে বের হওয়ার জন্য দাম সমন্বয় করা হবে। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই বিদ্যুতের এই নতুন দাম কার্যকর হবে। বিদ্যুতে বর্তমানে সরকার বছরে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয় বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
পাশাপাশি একইভঅবে গ্যাসের দামও সমন্বয় করা হবে জানান নসরুল হামিদ। তিনি বলেন, 'আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দাম বাড়ানো হবে। 
আন্তর্জাতিক বাজারে দাম কমলে গ্যাসের দাম কমানো হবে। এই সমন্বয়ও মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কার্যকর করা হবে।
জানা গেছে, গত বছর তিন দফায় বিদ্যুতের দাম ১৫ শতাংশ বাড়ায় সরকার।'