Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মির্জাপুর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

মির্জাপুর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

July 07, 2024 09:43:59 PM   নিজস্ব প্রতিনিধি
মির্জাপুর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত ও ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মির্জাপুর পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগে সাংগঠনিক  সম্পাদক সাইফুজ্জামান সোহেল, মির্জাপুর পৌর মেয়র সালমা আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু,  টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শরীফ হাজারি, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মেজর (অব.) খন্দকার এ হাফিজ, কার্যকরী সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি, কার্যকরী সদস্য সুজয় দেব প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আ. লীগের সভাপতি-সম্পাদকসহ শ্রেণিপেশার মানুষ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে ক্রেস্ট প্রদান ও ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন ও দপ্তর সম্পাদক মো. জহিরুল হক। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতীক হাসান ও সালমাসহ আরও অনেক শিল্পী।