Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত

May 01, 2023 04:17:11 PM   জেলা প্রতিনিধি
মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাকির হোসাইন সরিষাবাড়ী, জামালপুর প্রতিনিধি :
"শ্রমিক মালিক ঐক্য গড়ি , স্মার্ট বাংলাদেশ গড়ি"এ প্রতিপাদকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়িতে মহান মে দিবস পালিত হয়েছে। আজ সোমবার (১লা মে) উপলক্ষে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য রেলি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে জাতীয় শ্রমিক লীগ সরিষাবাড়ি আঞ্চলিক শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল প্রমুখসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।