Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / মাহবুবুল বারী চৌধুরী মন্টুকে সিঙ্গাপুর আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

মাহবুবুল বারী চৌধুরী মন্টুকে সিঙ্গাপুর আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা

October 04, 2023 07:58:03 PM   নিজস্ব প্রতিবেদক
মাহবুবুল বারী চৌধুরী মন্টুকে সিঙ্গাপুর আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এদিকে মাহবুবুল বারী মন্টুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ও সিঙ্গাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী রহমত জয় ও সহ-সভাপতি মীর মোহাম্মদ মাহবুবুল আলম। এক প্রতিক্রিয়ায় তারা বলেন, মাহবুবুল বারী মন্টুর নেতৃত্বের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলাসহ সকল সহযোগী সংগঠন সুসংগঠিত এবং আগামী দিনে জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ঐকবদ্ধ ভবে মোকাবেলা করবে আগামী নৌকার জয় নিশ্চিত করবে  বলে আশা প্রকাশ করেন।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের মৃত্যুতে সাধারণ সম্পাদক পদটি শূন্য হয়ে পড়ে। পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মাহবুবুল বারী চৌধুরী মন্টুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।