
রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী আরিফ মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব-১০।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জুন র্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে রাজধানীর যাত্রাবাড়ী থানায় রুজুকৃত ধর্ষণ মামলার পলাতক আসামী আরিফ মোল্লাকে (২৩) গ্রেফতার করেন। আরিফ মাদারীপুর জেলার ডাসার থানারজিালিল মোল্লার ছেলে আরিফ মোল্লা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।