Date: May 04, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / মেহেরপুর মাতালো মাটির শিল্পীরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মেহেরপুর মাতালো মাটির শিল্পীরা

April 20, 2024 08:21:50 PM   উপজেলা প্রতিনিধি
মেহেরপুর মাতালো মাটির শিল্পীরা

মেহেরপুরে ‘সংস্কৃতি চর্চার হাত ধরে আসুক নবজাগরণ’ এই শ্লোগানে  মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। শনিবার সকাল ১০ টা থেকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর মেহেরপুর জেলা উপদেষ্টা খাইরুল বাসার খোকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রিয়াদুল হাসান। অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন, মাটি সংস্কৃতি গোষ্ঠীর বিভাগীয় উপদেষ্টা  জসেব উদ্দিন, বিভাগীয় সম্পাদক আতাউল্লাহ, কুষ্টিয়া জেলা উপদেষ্টা আক্কাচ আলী  প্রমুখ।

আলোচনা শেষে  মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নিজস্ব শিল্পীরা গান, নৃত্য, আবৃত্তি ও অভিনয় পরিবেশন করেন। উপস্থিত সহস্রাধিক দর্শকশ্রোতা মন্ত্রমুগ্ধের মতো  সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

আলোচনায় বক্তারা বলেন, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া ধর্মান্ধদের আস্ফালন বন্ধ করা কোনোভাবেই সম্ভব না। ধর্মীয় মূল্যবোধ আর মুক্তিযুদ্ধের চেতনায় যে সংস্কৃতি তার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের প্রতিক্রিয়াশীলদের সমস্ত আঘাতকে রুখতে হবে। তাহলেই অশুভ সাম্প্রদায়িকতাকে চিরতরে নির্মূল করা যাবে, নতুবা নয়। এটা করা না গেলে সাম্প্রদায়িকতার আরও নগ্ন ও সহিংস ঘটনা আমাদের দেখতে হবে।তাছাড়া বুদ্ধি বৃত্তিক সমাজ বিনির্মানে সুস্থ ধারার সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে নব জাগরণের সৃষ্টি করতে হবে। অপসংস্কৃতির গড্ডালিকা প্রবাহ বন্ধ করতে না পারলে ব্যর্থতায় পর্যবসিত হবে আমাদের দৃশ্যমান ইটপাথরের সমস্ত উন্নয়ন। মানুষকে জাগাতে হলে, সমাজে জাগরণ সৃষ্টি করতে হলে সংস্কৃতির আন্দোলনের বিকল্প নেই।