
মহেশপুর প্রতিনিধি:
স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে নানা আয়োজন করেছে মহেশপুর উপজেলা আওয়ামী লীগ। এদিন সকাল ৮টার দিকে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। পরে র্যালি সহকারে মহেশপুরবাসস্টান্ডে মুক্তিযুদ্ধের ভাস্কর্যে পুষ্পস্তাপক অর্পণ, নীরাবতা পালন ও সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতর মধ্যদিয়ে শেষ হয়। এ সময় আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন উদ্যোগে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্ল। বিশেষ অতিথি ছিলেন- মহেশপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনসহ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। পরে মহেশপুর হাইস্কুল মাঠে উপজেলা প্রাশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে প্যারেড ও সালাম প্রদর্শনসহ বিভিন্ন শারিরীক কসরতও আলোচনা সভা।