
ঝিনাইদহ প্রতিনিধি:
মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, নামাজের ঘর ও হলরুমের এর শুভ উদ্বোধন করা হয়। বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মীর সুলতানুজ্জামান লিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খাঁন চঞ্চল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী,অফিসার ইনচার্জ সেলিম মিয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন,কাউন্সিলর কাজী আতিয়ার রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন মজুমদার। এতে বিদ্যালয়ের ছাত্রী,অভিভাবকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।