Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / মহেশপুরে ভূমি দস্যুদের দখলে সরকারি দোবিলা বিল, অর্ধশত পুকুর খনন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মহেশপুরে ভূমি দস্যুদের দখলে সরকারি দোবিলা বিল, অর্ধশত পুকুর খনন

August 02, 2022 06:15:24 AM  
মহেশপুরে ভূমি দস্যুদের দখলে সরকারি দোবিলা বিল, অর্ধশত পুকুর খনন

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে ভূমি দস্যুরা সরকারী দোবিলা বিল দখল করে অর্ধশত পুকুর খনন করেছে, দেখার কেউ নেই। এলাকার চিহ্নিত কিছু ভূমি দস্যুরা বিলের জমি দখল করে অর্ধশত পুকুর খনন করেছে। এই অসাধু চক্র এখনও ভেকু দিয়ে পুকুর খনন অব্যাহত রেখেছে।

অনুসন্ধানে জানা যায়, ৩৭৬ একর জমির নিয়ে উপজেলার আজমপুর ইউপির আজমপুর, মালাধরপুর ও আদমপুর এই তিন গ্রামের মধ্যে দিয়ে বয়ে গেছে সরকারী দোবিলা বিল। সরকারী খাতায় তিন বছরের লিজ দেওয়া হয়েছে মহেশপুর পৌর মৎস্যজীবি সমিতির নামে। যদিও এই বিলের পশ্চিমে একাংশ সাব-লিজ দেওয়া হয়েছে একই এলাকার আব্দুল জলিলের নিকট। তবে সরকারী নীতিমালায় সাব-লিজ দেওয়ার কোন নিয়ম নেই। যেখানে সরকারী জলকর জবর দখল করা হয়েছে সেখানে এটা সামান্য ব্যাপার মনে হওয়াটা স্বাভাবিক।

ভূমি দস্যুরা ক্ষমতার দাপটে এসব করেছেন বলে অভিযোগ করেন এলাকার সাধারণ মানুষ। সরকারী বিল দখল করে একের পর এক পুকুর খনন করা হলেও এ ব্যাপারে স্থানীয় ভূমি অফিস  কিছুই জানে না।

আজমপুর ইউপির উপসহকারী ভূমি কর্মকর্তা সামাউল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিলটি সরকারি তবে সেখানে পুকুর খনন হচ্ছে কিনা আমার জানা নেই।

এদিকে সরকারী জমিতে কিভাবে পুকুর খননকারী এক ব্যক্তি জানান, সরকারী জমি ডাঙ্গা হয়ে যাওয়ায় পুকুর খনন করা হয়েছে।

সরকারী জমি ডাঙ্গা হলেও সেটা দেখার দায়িত্ব সরকারের আপনারা কেন পুকুর খনন করলেন -এ প্রশ্নের উত্তরে “সরকার চাইলে দিয়ে দেব” এমন দায়সারা কথা বলে সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তারা।

পুকুর খননকারী ইব্রাহিম বলেন, আমার মাত্র একটি পুকুর এখানে আছে, যা পৈতৃক সূত্রে পেয়েছি। ভেকুর ড্রাইভার আমার পূর্ব পরিচিত হওয়ায় আমার বাড়িতে খাওয়া দাওয়া করে। তবে এলাকার অনেকেই পুকুর করছে কিভাবে করছে আমার জানা নেই।

সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম বলেন, বিয়ষটা আমার জানা নেই। তবে আমি খোঁজখবর নিয়ে দেখছি। এদিকে কর্তৃপক্ষে হস্তক্ষেপে দখল হওয়া দোবিলা বিল দখলদার মুক্ত হবে এমন আশা এলাকবাসীর।