Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, নিহত ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, নিহত ১

September 07, 2022 11:21:29 AM  
মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, নিহত ১

মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরা শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সব্দালপুর ইউপির কাজলী গ্রামে সাবেক মেম্বার হান্নান মোল্যার সমার্থক ও আ. লীগ নেতা পাবন মল্লিক সমার্থকদের মধ্যে সংঘর্ষকালে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রাশেদ মোল্যা(৫৫)। তিনি হোগলডাঙ্গা গ্রামের মৃত কাওছার আলী মোল্যার ছেলে। সংঘর্ষের খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় টোকন মোল্যা(৩৫) আতিয়ার রহমান (৪৫) হাসান মল্লিক (৩৫) এনামুল মোল্যা(৪২) ও উকিল মোল্যা(৪২) সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।আহতদের মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কলিমুল্লাহ বলেন,নতুন করে সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।