Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / মাগুরায় বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত, আহত ৪ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাগুরায় বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত, আহত ৪

August 28, 2022 09:44:06 AM  
মাগুরায় বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত, আহত ৪

মাগুরা সংবাদদাতা:
মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের নতুন গ্রামে আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বজ্রপাতে রামানন্দ (৪৮) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন।  এ সময় আরও ৪জন শ্রমিক আহত হয়েছেন।

জানা যায়, নিহত রামানন্দের বাড়ি  গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে কয়েকদিন আগে  তারা মাগুরায় এসেছিলেন। তারা ৫ জন কৃষি কাজের জন্য মাগুরা জেলার কুচিয়ামোড়া ইউনিয়নের নতুনগ্রামে পাট কাটার কাজ  করছিলেন। শুক্রবার  দুপুর ১২ টার দিকে প্রচণ্ড মেঘ ও বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়।

এ সময় তারা মাঠের মধ্যে এক জায়গায় কেঁটে রাখা পাটের ছাউনির নিচে  বসে বৃষ্টি থামার অপেক্ষায় করছিল। হঠাৎ তাদের উপর প্রচন্ড ভাবে বজ্রপাত হলে রামানন্দ সহ আরও ৪ জন আহত হয়।আহতদের  পার্শ্ববর্তী  কুল্লিয়া গ্রামের গ্রাম্য ডাক্তার রাজকুমার এর কাছে নিয়ে গেলে তিনি পরীক্ষা করে রামানন্দের মৃত্যু হয়েছে বলে তিনি জানান ।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জনাব মোঃনাসির উদ্দিন বলেন, স্থানীয় শত্রুজিৎপুর  পুলিশ ফাঁড়ির মাধ্যমে লাশ ময়নাতদন্তের জন্য মাগুরায় আনার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে মাগুরা সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।