Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / মাগুরায় ভিন্ন ঘটনায় যুবক ও শিশুর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাগুরায় ভিন্ন ঘটনায় যুবক ও শিশুর মৃত্যু

July 19, 2022 06:44:36 AM  
মাগুরায় ভিন্ন ঘটনায় যুবক ও শিশুর মৃত্যু

মাগুরা  সংবাদদাতা:
মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউপির আমুড়িয়া চরপাড়ায় বল্লার কাঁমড়ে ইয়াদ আলী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ওয়াজেদ মোল্যার পুত্র।

পরিবার সূত্রে জানা যায়, ইয়াদ আলী শনিবার সকালে মাছডাঙ্গী মাঠে পাট কাঁটতে গেলে পাট কাটার এক পর্যায়ে পাটের জমিতে থাকা বল্লার চাঁকে নাড়া লাগেলে চাঁকে থাকা শতশত মাছি তাকে হুল ফোঁটায়। এসময় সে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসক তুষারের কাছ থেকে চিকিৎসা শেষে বাড়ীতে চলে আসে। বাড়ীতে এসে সে চরম ভাবে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে মাগুরা মেডিকেল কলেজ হাঁসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ইয়াদ আলীর ৬ ও ২ বছরের ২টি পুত্র সন্তান রয়েছে।

অপরদিকে মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউপির পানিঘাটা গ্রামে খেলতে যেয়ে গলায় ফাঁস আটকে মারিয়া (১০) নামে ৪র্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। মারিয়া ওই গ্রামের মোদারছের মোল্যার নাতনি। মারিয়ার বাবা মা ঢাকায় বসবাস করে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, মারিয়া শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ীর উঠানে পাট শুকানো বাঁশের সাথে থাকা পাটের আঁশ গলায় পেঁচিয়ে খেলা করতে করতে এক পর্যায়ে তা গলায় সাথে আটকে যেয়ে শ্বাস রোধ হয়ে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নহাটা তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. হুমায়ুন কবির।