
পাংশা সংবাদদাতা, রাজবাড়ী:
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজবাড়ীর বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জুলাই) উপজেলার কশবামাঝাইল ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।
পাংশা মডেল থানার আয়োজনে এ সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।
কশবামাঝাইল ইউপি চেয়ারম্যান শাহরিয়ার মাহমুদ সূফল এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ছাত্র শিক্ষক চাকুরিজীবি ব্যাবসায়ী জনপ্রতিনিধি সাংবাদিক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
এসময় উপস্থিত বক্তারা বলেন, বর্তামানে আমরা অনেক ভালো আছি। তবে কিছু স্থানে ছাত্র সহ উঠতি বয়সী ছেলেদের মাদকে আশক্তির পরিমানটা বেড়ে গেছে। এ বিষয়টার উপর গুরুত্ব দেয়া দরকার।
মনযোগ সহকারে সকলের বক্তব্য শুনে ওসি মাসুদুর রহমান বলেন, সন্ত্রাসীরা মাটির নিচে থাকলেও তাদের খুজে বের করা হবে। আর মাদক ও ছিচকে চুরি এগুলোও মুহুর্তের মধ্যে শেষ হয়ে যাবে। শুধু আপনারা পুলিশকে সহযোগিতা করুন। সঠিক তথ্য দিন। পাশা পাশি নিজেরাও উদ্দোগী হোন।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান শাহরিয়ার সূফল বলেন, আমাদের ইউনিয়নের মাদক সহ সকল অপকর্ম রুখতে নিজেদের সচেতন হতে হবে। পাশাপাশি পুলিশ প্রশাসনকে নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। তাহলেই আমরা শান্তির সাথে বসবাস করতে পারবো।
এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পাংশা থানা পুলিশ রাতে শুরু করেছেন ব্যাপক মহড়া। বিশেষ করে উপজেলার কলিমহর সরিষা কশবামাঝাইল পাট্টা ও মৌরাট চরমপন্থি অধ্যুষিত এলাকাগুলোতে।