Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / মাদার তেরসা গোল্ডেন এ্যাওয়ার্ড অর্জন করলেন লালমনিরহাটের জামাল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাদার তেরসা গোল্ডেন এ্যাওয়ার্ড অর্জন করলেন লালমনিরহাটের জামাল

August 07, 2022 08:35:05 AM  
মাদার তেরসা গোল্ডেন এ্যাওয়ার্ড অর্জন করলেন লালমনিরহাটের জামাল

হাতীবান্ধা সংবাদদাতা, লালমনিরহাট:
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কালীগঞ্জ উপজেলা শাখা সভাপতি জামাল হোসেন খোকনকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়েছে।

আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন ও বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে ৬ আগষ্ট বিকালে ঢাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে  এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির রাখেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, সাবেক উপমন্ত্রী ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী।

মূল প্রবন্ধ পাঠ করেন আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী।

সভাপতিত্ব করেন আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম আর খান আদনানা।

উদ্বোধক ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াসিউজ্জামান লেনিন। সভায় দেশের বিভিন্ন জায়গার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।