
মাদারীপুর সংবাদদাতা:
মাদারীপুরে শিড়খাড়া ইউনিয়নের ইউপি সদস্য আজিজুল ফকিরের অপসারণের দাবিতে শতাধিক এলাকাবাসীরা মানববন্ধন করেছে।
রবিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় সদর উপজেলার শিড়খাড়া ইউনিয়নের সোনাপাড়া গ্রামের বিক্ষুব্ধ এলাকাবাসী ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে।
তার বিরুদ্ধে অভিযোগ, গত ২৬ সেপ্টেম্বর মিরপুরে বেনারসিপল্লিতে শাড়ী কাপড় থ্রীপিসসহ লেহাংগা চুরির সময় পুলিশের হাতে আটক হন। তিনি দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে চুরি ডাকাতি ও ছিনতাই কাজের সাথে জড়িত ছিলেন। পুলিশ তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি সাদা প্রাইভেট কার, বাসা বাড়ির গ্রিল কেচিগেট কাটার সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে তার নিজ এলাকায় অপসারণ ও বহিষ্কার দাবিতে এলাকাবাসীরা মানববন্ধন করেছে।
মানববন্ধন বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আঃ ছালাম মাতুব্বর, সেলিম মুন্সি, হানিফ জমাদ্দার, সেলিম জমাদ্দার, এলাকাবাসীর পক্ষে সমাজ সেবক দুলাল মাতুব্বর ও হালান হাওলাদার প্রমুখ।
এ বিষয়টি শিড়খাড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমানের কাছে জানতে একাধিক বার তার মুঠোফোনে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বক্তারা বলেন, শিড়খাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজুল ফকিরকে অতিসত্তর মেম্বার পদ থেকে অপসারন করা হোক। এ বিষয়ে এলাকাবাসী সরকারের প্রতি জোর দাবি জানান । অন্যথায় এলাকাবাসী কঠোর কর্মসূচি ঘোষণা দিবে বলে উল্লেখ করেন।
বক্তারা আরো অভিযোগ করেন , আজিজুল ফকির নির্বাচনের সময় বলেছিল তিনি যদি ইউপি সদস্য পদে জয়ী হন তাহলে আর চুরি করবেন না। নির্বাচনের সময় ও আজিজুল ফকির জেল হাজতে আটক ছিলো। এলাকাবাসীকে দেয়া ওয়াদা পালন না করে উল্টো পাঁচ সদস্য চোরের দল নিয়ে সক্রিয় হয়ে উঠেন বলে অভিযোগ করেন তার।