Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মানিকগঞ্জে পুলিশের অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মানিকগঞ্জে পুলিশের অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার

June 26, 2022 06:32:59 AM  
মানিকগঞ্জে পুলিশের অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার

কৃষ্ণ চন্দ্র রাজবংশী:
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৫ গ্রাম হেরোইন ও ২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার করেছে।গত শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই হাকিম মোল্লা এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন শোলধারা এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোসাঃ মর্জিনা (৪৭),২। আঃ কুদ্দুস (৫২) কে ২ কেজি গাঁজাসহ আটক করেন।

একই তারিখ অপর একটি অভিযানিক দল এসআই মোঃ নাজমুল আলম এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন নয়াডিংগী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ তোলা মিয়া ওরফে তুলা মিয়া (৫৬) কে ৫ গ্রাম হেরোইনসহ আটক করেন।

আটককৃত ৫ গ্রাম হেরোইন ও ২ কেজি গাঁজার আনুমানিক মূল্য ১,৩০,০০০ টাকা।