Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মানিকগঞ্জে বিট পুলিশিংয়ের মত বিনিময় সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মানিকগঞ্জে বিট পুলিশিংয়ের মত বিনিময় সভা

June 16, 2022 05:21:28 AM  
মানিকগঞ্জে বিট পুলিশিংয়ের মত বিনিময় সভা

মাসুদ চৌধুরী সাঈদ, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে শিবালয় উপজেলার শিবালয় মডেল ইউনিয়নে অন্বয়পুর গ্রামে বিট পুলিশিং আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শিবালয় মডেল  ইউনিয়নের সফল চেয়ারম‍্যান মো. আলাল উদ্দিন আলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় থানা অফিসার ইনচার্জ মো. শাহিন।

আরো উপস্থিত ছিলেন, শিবালয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম, অন্বয়পুর আ. জলিল একাডেমী প্রধান শিক্ষক মো. মাসুদ করিম, অন্বয়পুর জামে মসজিদের ঈমাম মূফতি ইয়াসিন আরাফাত, শিবালয় অক্সফোর্ড একডেমী সিনিয়র শিক্ষক মো. আফজাল হোসেনসহ স্থানীয় ইউপি সদস‍্য, এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তি ও স্থানীয় এলাকাবাসী।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। মাদক মুক্ত সমাজ গড়তে হবে। মাদক ছেড়ে শিক্ষায় আসতে হবে। বাল‍্য বিবাহ বন্ধ করতে হবে। বন্ধ না করলে স্বাস্থ‍্য সচেতন হবেনা। বাল‍্য বিবাহের কারনে নারী নির্যাতন বেড়েই চলছে। আমরা এগুলো বেড়িয়ে আসতে হবে। আর বিশেষ করে টাচ মোবাইলে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। প্রত‍্যেক মা- বাবাকে অনুরোধ করবো আপনার সন্তান কোথায় যায় কি করে খবর নিতে হবে। কার সাথে মিশছে লক্ষ রাখতে হবে। তাহলেই সমাজ ভালো রাখা সম্ভব।