.jpg)
মাসুদ চৌধুরী সাঈদ, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে মাদকদ্রব্য অভিযানে ৫ গ্রাম হেরোইন, ৩৬ লিটার দেশীয় চোলাই মদ ও ২৫০ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক কারবারীকে আটক করেছেন ডিবি পুলিশ।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম-বার এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ মোশারফ হোসেনের তত্বাবধানে এসআই মোঃ আব্দুল কুদ্দুসের নেতৃত্বে মানিকগঞ্জ সদর থানা পাচ বাড়ইল এলাকায় ১৪ জুলাই অভিযান চালিয়ে সুজন রাজবংশী(২৫)কে ৫ গ্রাম হিরোইনসহ আটক করেন।
অপর এক অভিযানে এসআই হাকিম মোল্লার নেতৃত্বে অভিযানে জেলার সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম এলাকা হতে সুমন ফকির (২৩)কে ৩৬ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করেন। এছাড়াও এসআই মোঃ মাহবুব আলমে নেতৃত্বে অপর আরেকটি অভিযানে উপজেলার গোলাইডাঙ্গা এলাকা থেকে মৃত শাহজাহানের পুত্র সুজন (২৩)কে ও মোঃ তৈয়াবুর রহমান (৩৮)কে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। আনুমানিক প্রায় ৯৬ হাজার টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়।
মাদক কারবারীদের মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।