Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মানিকগঞ্জে রায়ের ৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মানিকগঞ্জে রায়ের ৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

August 01, 2022 06:13:16 AM  
মানিকগঞ্জে রায়ের ৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মানিকগঞ্জ সংবাদদাতা:
মানিকগঞ্জের হরিরামপুরে রিকশাচালক হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের আঞ্চলিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব৪-এর লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন। দণ্ডিত ৪২ বছরের নজরুল ইসলামকে হরিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
নজরুলের বাড়ি উপজেলার চালা ইউনিয়নের কামারঘোনা এলাকায়।

র‌্যাব কর্মকর্তা বলেন, ‘বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে ২০১১ সালের ২৮ নভেম্বর হরিরামপুরের কদমতলা এলাকার রিকশাচালক ইদ্রিস আলীকে শ্বাসরোধের পর গলা কেটে হত্যা করেন নজরুল ইসলাম।

‘এ ঘটনায় নজরুল, ইদ্রিসের স্ত্রী সেলিনা আক্তার, সাত্তার মিয়া ও দুলাল মিয়াকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের মা কোমেলা বেগম । গ্রেপ্তারের পর নজরুল তিন বছর দুই মাস কারাভোগের পর জামিনে বেরিয়ে পালিয়ে যান।’

লেফটেন্যান্ট কমান্ডার বলেন, ‘মামলা চলাকালে মারা যান সাত্তার মিয়া। দোষী প্রমাণিত হওয়ায় ২০১৬ সালে নজরুল ও সেলিনাকে তাদের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয় আদালত। খালাস দেয়া হয় দুলাল মিয়াকে।

‘পালিয়ে গিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ান নজরুল। অভিযান চালিয়ে ঢাকার সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’ ঘটনার পর থেকে নিহত ইদ্রিসের স্ত্রী সেলিনা আক্তার পলাতক বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।