
মাসুদ চৌধুরী সাঈদ, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে মার্ডার মামলার পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে। জেলার শিবালয় উপজেলা নিহালপুর গ্রামের রেজাউল মন্ডল ০১/১০/২০১১ মামলা ৩০২ ধারা মোতাবেক দোষী প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
আসামি দীর্ঘ দিন পলাতক থাকায় গ্রেফতারি পরওনা আদেশ প্রদান করা হয় শিবালয় থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীন বরাবর। গোপন সংবাদের ভিত্তিতে এসআই অমিত কুমার দে এর নেতৃত্বে নিহালপুর থেকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি রেজাউল মন্ডলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার নিহালপুর গ্রামের সামছুল মন্ডলের ছেলে।
শিবালয় থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গ্রেফতারি পরওনা আদেশভুক্ত যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি নিহালপুর আবস্থান করেছে। তারই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করি।