
মানিকগঞ্জ সংবাদদাতা:
জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কালুই এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, হরিরামপুর উপজেলার কৌড়ি এলাকার মো.মিলন মোল্লার ছেলে মো.পারভেজ (৩৬), বড় হাপানিয়া এলাকার মজিবর রহমানের ছেলে রফিকুল ইসলাম জামি (২৯) ও একই এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল রানা (২১)। ওসি মোশাররফ হোসেন জানান, বুধবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের অভিযান চালিয়ে তিন যুবককে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। হরিররামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, তিন যুবকের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে।