Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ময়মনসিংহে বাড়িঘরে হামলা-ভাঙচুর, আতঙ্কে স্থানীয়রা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ময়মনসিংহে বাড়িঘরে হামলা-ভাঙচুর, আতঙ্কে স্থানীয়রা

February 12, 2025 06:51:20 PM   জেলা প্রতিনিধি
ময়মনসিংহে বাড়িঘরে হামলা-ভাঙচুর, আতঙ্কে স্থানীয়রা

ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহে দেশীয় অস্ত্রে সজ্জিত ও মাস্ক পরা একদল যুবক হঠাৎ করে কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় তারা দুটি মোটরসাইকেলও ভাঙচুর করে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে শহরের হরি কিশোর রায় রোডে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বৃদ্ধি পায়। স্থানীয়রা জানান, হামলাকারীরা ১৫টি বাড়িতে আক্রমণ চালায় এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। তবে এটি পূর্বপরিকল্পিত নাকি কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, "আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। হরি কিশোর রায় সড়কে দুই পক্ষের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই জমিতে বিয়ের প্যান্ডেল তৈরিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। হামলায় দুটি মোটরসাইকেল ও তিনটি ঘর ভাঙচুর হয়েছে। পুলিশ দ্রুত তদন্ত করছে, আতঙ্কের কিছু নেই। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে।"