
ময়মনসিংহ সংবাদদাতা:
শরীর ও মন সুস্থ রাখার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। সুস্থ থাকার জন্য সকলকেই ঐক্যবদ্ধভাবে খেলাধুলার আয়োজন করার উদাত্ত আহবান জানান হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক মো. রিয়াল তালুকদার। শুক্রবার সকালে ময়মনসিংহ সদর উপজেলা চরপুলিয়ামারী গ্রামে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাঁতার প্রতিযোগিতায় ৩০ জন সদস্য অংশ নেন। তাদের মধ্যে তিন জনকে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অধিকার করেন মো. স্বাধীন মিয়া, ২য় স্থান অধিকার করেন নীরব আহমেদ এবং ৩য় স্থান অধিকার করেন মো. নাসির উদ্দীন।
এ সময়ে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ শফিকুল আলম মন্ডল, হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় প্রচার সম্পাদক মোঃ আশিক ইকবাল, ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদ এর সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি সাদজ্জানুর রহমান শান্ত, বিভাগীয় ক্রীড়া সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি এজেডএম নাজমুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে রিয়াল তালুকদার বলেন, সারা বাংলাদেশে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ এর আয়োজনে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীতে আরো বড় পরিসরে সাঁতার প্রতিযোগীতার আয়োজন করার আহবান জানান।