
ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহে আ.লীগের উন্নয়ন তুলে ধরে মতবিনিময় সভা করেছেন স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ। শুক্রবার দিনব্যাপী ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া বাজার ঘর মালিক ও ক্ষুদ্র ব্যাবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে বক্তব্য প্রদানকালে আ.লীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন তিনি।
তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বিদ্যুৎ, গ্যাস, পানি বিষয়ে অপচয়রোধে সকলকে সর্বদায় সর্তক থাকার পরামর্শ দেন। এতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ডা. এম এ আজিজ ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আগামী জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম জনগনের সামনে তুলে ধরতে আপনাদের ভূমিকা ভূমিকা রাখতে হবে ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দাপুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ রব্বানী, বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হোসাইন আহম্মদ গোলন্দাজ তারা, জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক, সদ্য সাবেক জেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি মিলন আকন্দ, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রতন, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, সাবেক ছাত্রলীগ নেতা এম এ কদ্দুছ, আব্দুল শহিদ, বারেক, রাজ্জাক, ইউপি মেম্বার আনিসুর রহমান কাজল, সাবেক যুবলীগ সভাপতি আব্দুল কদ্দুছ, যুবলীগ ইউনিয়ন সহ-সভাপতি শামীম আহমেদ, যুবলীগ যুগ্ম সম্পাদক ঘাগড়া ইউনিয়ন, স্বেচ্ছা সেবকলীগ নেতা মোস্তাফিজুর রহমান আনোয়ার, ৮ নং ওয়ার্ড ইউপি মেম্বার মাসুদ রানাসহ নেতা কর্মী ও এলাকাবাসী অনেকই এ সময় উপস্থিত ছিলেন।