Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ময়মনসিংহে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ময়মনসিংহে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

July 24, 2022 05:33:29 AM  
ময়মনসিংহে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহ: “ নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে সারাদেশের ন্যায় বিভাগীয় নগরী ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় নগরীর জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা মৎস্য দপ্তর।  এ সময়ে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা,সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন ও মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মংকর্তা ও কর্মচারীবৃন্দ, ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেকটিক সাংবাদিকবৃন্দ।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২  বাস্তবায়ন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সপ্তাব্যাপী চলবে।