ময়মনসিংহ সংবাদদাতা:
বিভাগীয় নগরী ময়মনসিংহে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি’র ময়মনসিংহ জেলা শাখার যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে নগরীর গঙ্গাদাস গুহ রোডের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এর সভাপতি মো. রাশিদুল ইসলাম রাশেদ, বাংলাদেশ ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি’র সভাপতি মো. ইউনুছ আলী, মুক্তিযোদ্ধা সস্তান কমান্ড ময়মনসিংহ জেলা শাখার সভাপতি হুমায়ুন রশিদ সোহাগ, সাধারণ সম্পাদক জামিউল সানী, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এর আব্দুল হক, সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম, পেশাজীবি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহসভাপতি মো. আসিফুজ্জামান আসিব, পরে সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম এর জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।
কেক কাটা এবং সাংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। অনুণ্ঠানের সঞ্চালনায় ছিলেন আলম খান সোহেল।