Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / যাত্রাবাড়ীতে গাঁজা ও ইয়াবাসহ আটক ৫ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যাত্রাবাড়ীতে গাঁজা ও ইয়াবাসহ আটক ৫

January 27, 2023 01:28:28 AM   স্টাফ রিপোর্টার
যাত্রাবাড়ীতে গাঁজা ও ইয়াবাসহ আটক ৫

রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৪৪ কেজি গাঁজা ও ১০০০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ ও সায়েদাবাদ, দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

র‌্যাব-১০ জানায়, রায়েরবাগ ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১৩ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৪৪ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মানিক আলী (৩৩), সজীব মিয়া (২২), মোঃ হান্নান (২৫) ও  সুজন (২৪)। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি মাইক্রোবাস জব্দ এবং ০১টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ দুই হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়।

এদিন অপর একটি দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী  থানাধীন সায়েদাবাদ  এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩ লক্ষ টাকা মূল্যের এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ জাহিদুল ইসলাম (৪১)। এসময় তার নিকট থেকে মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র‌্যাবকে জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।