
রাজধানীর যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেট এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩।
গত ১৯ নভেম্বর ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি বিশেষ অভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন সাদ্দাম মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চটের বস্তায় অভিনব কায়দায় লুকানো ২৮ কেজি গাঁজাসহ পিকআপে ঢাকার উদ্দেশ্যে আসা দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন কুমিল্লা জেলার লাকসাম থানার পশ্চিমগাঁও এলাকার মো. আ. খালেকের ছেলে নূর আলম (৩৭) এবং ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার শালিহর এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে ফিরোজ মিয়া (৩৩)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব-৩ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম।