Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / যশোরে পিনাকল স্পোর্টসের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

যশোরে পিনাকল স্পোর্টসের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

February 16, 2024 05:42:24 PM   নিজস্ব প্রতিবেদক
যশোরে পিনাকল স্পোর্টসের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এইচ এম রাকিব: 
নানা আয়োজনের মধ্য দিয়ে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে খুলনা বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হযেছে।

‘সুস্থ দেহ সুস্থ মন, সমৃদ্ধ জাতি গঠন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী যশোরের শার্শা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সকল বয়সী মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে শেখ রাসেল মিনি স্টেডিয়াম।

ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিলো ছেলেদের ১ হাজার মিটার দৌড়, মোরগ লড়াই, ভার বহন, দড়ি টানা, হাড়ি ভাঙা, কাবাডি খেলা, ফুটবল প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ইত্যাদি। অপরদিকে মেয়েদের অংশগ্রহণে বালিশ খেলা, শিশুদের জন্য ১০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, নৃত্য, বিশ বালিশ, অংক দৌড়, তথ্য আদান প্রদান, কবিতা আবৃত্তিসহ মোট ৩০ টি খেলা।  

অনুষ্ঠিত ফুটবল ম্যাচে টাইব্রেকারে ঝিনাইদহ নিউ স্টার স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে পরাজিত করে শহীন আরিফ স্মৃতি স্পোর্টিং ক্লাব। পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন যশোর জেলা সভাপতি জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান।

পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াল তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা মো. শামসুজ্জামান মিলন, শার্শা বার্তার প্রকাশক ও সম্পাদক আবদুর সালাম গফ্ফার, আয়োজক কমিটির উপদেষ্টা ফিরোজ মেহেদী, ঝিনাইদহ জেলা পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি তানভীর আহমেদ, মাগুরা সভাপতি শামীম আশরাফ, খুলনা সভাপতি আমিন হোসাইন, সাতক্ষীরা সভাপতি এসএম নূর আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ থেকে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির চর্চা কমে যাওয়ার কারণে আমাদের যুব সমাজ মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, ডিজিটাল ডিভাইস আসক্তিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। তাই সুস্থ সবল যুব সমাজ গঠনে এ ধরনের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। এছাড়াও বর্তমান বিশ্ব পরিস্থিতি মোকাবেলায় যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখতে খেলাধুলার বিকল্প নেই। সারাদিনব্যাপী খেলাধুলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।