Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে হেযবুত তওহীদের স্মারকলিপি প্রদান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে হেযবুত তওহীদের স্মারকলিপি প্রদান

September 12, 2022 09:01:48 AM   জেলা প্রতিনিধি
যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে হেযবুত তওহীদের স্মারকলিপি প্রদান

পাবনায় হেযবুত তওহীদের কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও কর্মী সুজন হত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১১ই সেপ্টেম্বর ২০২২ রবিবার বেলা ১১ টায় যশোর জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে যশোর জেলা হেযবুত তওহীদ। এতে জেলা সর্বস্তরের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন। আজ যশোরে ছিলো মাসিক জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিং, প্রচন্ড রোদ উপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে হেযবুত তাওহীদের নেতা কর্মীদের। পরে জেলা প্রশাসক কার্যালয়ে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দেন যশোর জেলা হেযবুত তওহীদের সভাপতি জহির রায়হান ও সাধারণ সম্পাদক ফিরোজ মেহেদী সহ অন্যান্য নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি জহির রায়হান বলেন, আমাদের ভাই খুন হয়েছে অথচ আজ পর্যন্ত আমরা সুষ্ঠু বিচার এখনো পাই নাই। আমরা বারবার প্রশাসনের কাছে ছুটে গিয়েছি কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী কোনো কর্ণপাত করেননি। যশোরে আমাদের হাজার হাজার নেতাকর্মী আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান তিনি। তিনি বলেন বাংলাদেশে আর যেন কোন হেযবুত তওহীদ নেতাকর্মীর উপর মৌলবাদীর আক্রমণ ও হামলা আমরা আর মেনে নেবোনা। আর যদি কোন আক্রমণ করা হয় তাহলে আমরা আর ঘরে বসে থাকবো না। আমরা আইন-শৃঙ্খলা মান্যকারী আন্দোলন এই ২৭ বছর আমরা কোনো অন্যায় করিনি কিন্তু বারবার আমরা হামলার শিকার হয়েছি আজকের এই মানববন্ধন থেকে যশোর জেলা প্রশাসককে স্মারকলিপি মাধ্যমে সরকারের কাছে সুজন হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। এসময় মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। স্মারকলিপি প্রদান শেষে পুরো শহরে 'সুজুন হত্যার বিচার চাই' নামক লিফলেট নিয়ে গণসংযোগ করেন জেলার নেতা কর্মীরা