Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রংপুর-৪ আসনের সাবেক এমপি করিম উদ্দিন ভরসা আর নেই - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রংপুর-৪ আসনের সাবেক এমপি করিম উদ্দিন ভরসা আর নেই

July 24, 2022 04:53:19 AM  
রংপুর-৪ আসনের সাবেক এমপি করিম উদ্দিন ভরসা আর নেই

ভ্রাম্যমাণ সংবাদদাতা, রংপুর:
জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য শিল্পপতি করিম উদ্দিন ভরসা মারা গেছেন। শনিবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে সিরাজুল ইসলাম ভরসা।

তিনি বলেন, ‘বাবা কিছু দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। পারিবারিক বিরোধসহ বিভিন্ন জটিলতার কারণে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগ হয়নি।’

তার আর এক ছেলে কামরুল ইসলাম( ভরসা) জানান আমার বাবা দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। কিন্তু আমরা বাবার সেবা যত্ন করতে পারিনি কারণ হলো, আমার বড় ভাই সিরাজুল ইসলাম (ভরসা) আমার বাবাকে গোপনে রেখেছিলেন। আমাদের সঙ্গে দেখা তো করা দূরের কথা আমার বাবা কোথায় আছে সেটাও জানতাম না। আজ সকালে শুনলাম বাবা মারা গেছে কিন্তু জানাজা কোথায় হবে কখন হবে সেটাও আমার জানা নেই, আমার বড় ভাই সিরাজুল ইসলাম (ভরসা) বলেছেন পারিবারিক জটিলতার কারণে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হয়নি এটা ভুল কথা যদি তার সৎ ইচ্ছা থাকতো তাহলে অবশ্যই বাবাকে পাসপোর্ট করে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করতে পারতেন।আমার বাবাকে সে গোপনে তার কাছে রেখে আমার বাবার সম্পদ সব লিখে নিয়েছেন, আমাদের অন্যান্য ভাই-বোনদের অজান্তে যদি সে সবকিছুই লিখে নেয়  তাহলে তার কেন সে উন্নত চিকিৎসা করল না

করিম উদ্দিন ভরসা রংপুরের বিড়ি শিল্প নগরীখ্যাত কাউনিয়া উপজেলার হারাগাছে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালের নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসন। ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।