
ফেনী প্রতিনিধি:
ফেনীর ভোজনপ্রেমীদের জন্য দীর্ঘদিন ধরে মানসম্মত খাবার সরবরাহ করে আসছে ফাইভ স্টার চাইনিজ রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজ। এবারও রমজানে ধর্মপ্রাণ মুসলিমদের জন্য স্বাস্থ্যসম্মত ও রুচিসম্মত ইফতার সামগ্রী সরবরাহের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
ফেনী শহরের অন্যতম ঐতিহ্যবাহী এই রেস্টুরেন্ট তাদের সুস্বাদু খাবার ও মানসম্পন্ন পরিবেশের জন্য বরাবরই জনপ্রিয়। মালিকপক্ষের সঠিক ব্যবস্থাপনা, কর্মচারীদের আন্তরিকতা ও খাবারের গুণগত মানের কারণে এটি ভোজনরসিকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
এছাড়া ফাইভ স্টার চাইনিজ রেস্টুরেন্ট শুধুমাত্র ব্যবসায়িক দিকেই নয়, মানবসেবায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। মরহুম গোলাম নবীর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান বর্তমানে তার সুযোগ্য সন্তান ইউসুফ চৌধুরীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তারা ফেনীর রাঝাজীর দিঘির পূর্বপাড়ের মসজিদ, এতিমখানা ও আজিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার এতিমদের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা করে আসছেন।
স্থানীয়রা জানান, ফাইভ স্টার চাইনিজ রেস্টুরেন্ট থেকে খাবার ক্রয়ের একটি অংশ এতিম ও দুস্থদের সহায়তায় ব্যয় করা হয়। রমজানে মানসম্মত ইফতার উপভোগের পাশাপাশি মানবসেবায় অংশ নেওয়ায় রেস্টুরেন্টটির প্রশংসা করেন অনেকে।