Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / রাজধানীর রাজারবাগ থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাজধানীর রাজারবাগ থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

November 27, 2024 06:17:37 PM   স্টাফ রিপোর্টার
রাজধানীর রাজারবাগ থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন পলাতক মো. লুৎফর রহমানকে (৪৭) রাজধানীর সবুজবাগ থানাধীন রাজারবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ নভেম্বর বিকেল ৫টা ১৫ মিনিটে র‌্যাব-১০ এবং র‌্যাব-১২ এর একটি যৌথ আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপির সবুজবাগ থানাধীন রাজারবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লুৎফর রহমানকে গ্রেফতার করা হয়।

জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানার ভাদশা (পলিবাড়ী গুচ্ছগ্রাম) এলাকার মো. কাইমুদ্দিনের ছেলে মো. লুৎফর রহমান (৪৭)। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা হয়। মামলা নম্বর-০৪, তারিখ ২৩ মে ২০১৭, জিআর-২১৪/১৭। লুৎফর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, মামলার পর তিনি আইনের হাত থেকে বাঁচতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।