Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজবাড়ীতে বাসাবাড়িতে বিদ্যুতের সার্ভিস তার চুরি হিড়িক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাজবাড়ীতে বাসাবাড়িতে বিদ্যুতের সার্ভিস তার চুরি হিড়িক

February 23, 2023 06:17:43 PM   নিজস্ব প্রতিনিধি
রাজবাড়ীতে বাসাবাড়িতে বিদ্যুতের সার্ভিস তার চুরি হিড়িক

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ১২০ কিলোমিটার দূরে রাজবাড়ী  জেলা শহরে প্রতি রাতেই বসতবাড়ি ও প্রতিষ্ঠান থেকে বিদ্যুতের সার্ভিস তার চুরির ঘটনা ঘটছে। দিনে কিংবা রাতে চুরি হচ্ছে বাসাবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বৈদ্যুতিক সংযোগ তার। এতে শহরের বাসিন্দারা বিপাকে পড়েছেন। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, সাংবাদিকের বাড়ির তার চুরির ঘটনায় পুলিশ এখন পযন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে রাজবাড়ী পৌর এলাকার সজ্জনকান্দা টিএনটি পাড়া জমিদার সড়কের স্থায়ী বাসিন্দা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (ইউএনআই) ঢাকাস্থ বিশেষ প্রতিনিধি সাংবাদিক মীর আফরোজ জামানের বাড়ির বৈদ্যুতিক সংযোগ তার চুরির ঘটনা ঘটে। রাতের কোন এক সময় রাস্তার পিডিবির বৈদ্যুতিক পিলার থেকে গ্রাহকের মিটার পযন্ত টানা প্রায় ৬০ মিটার তামার তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় বাড়িটি। এ ঘটনায় তিনি রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়াও একই রাতে ঐ এলাকার বাসিন্দা ইউনুস মুন্সি ও শিমুলদের বাসারও বিদ্যুতের তার চুরি হয়। সাংবাদিকের বাড়িতে তার চুরির ঘটনা নিয়ে পুলিশ কিছুটা তৎপর হয়। আগেও একের পর এক নানা ধরনের চুরির ঘটনা ঘটলেও পুলিশের নথিতে কোনো অভিযোগ নেই।
শুধু ওই বাড়ি নয়, প্রায় প্রতিদিনই শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। তার চুরিরোধে প্রশাসনের হস্তক্ষেপসহ গলির রাস্তায় সিসি ক্যামেরা স্থাপনের দাবী ভুক্তভোগীদের।
একটি সূত্রে জানা গেছে, গত ১৫ দিনে শহরের সজ্জনকান্দা টিএনটি পাড়া, ৬ নং ওয়ার্ডের জেলে পাড়া, আবুল হোসেন কলেজ, রোড,কাজিকান্দা, শ্রীপুর, রামকান্তপুরের প্রায় ৩০ টি বসতবাড়িতে বিদ্যুতের সংযোগ (সার্ভিস) তার চুরি হয়েছে। তবে এসব চুরির ঘটনা থানায় না জানিয়ে বাড়ির মালিকেরা নিজেরাই আবার সংযোগ লাগিয়ে নিচ্ছেন। এ কারণে পুলিশ চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না।
ভুক্তভোগীরা জানান, থানায় গেলে পুলিশ সন্দেহভাজন চোরের নাম দিয়ে অভিযোগ করতে বলে। কিন্তু নিশ্চিত না হয়ে তাঁরা কারও নাম দিয়ে বিপদে পড়তে চান না। এ কারণে তাঁরা নামও দেন না।
সজ্জনকান্দা এলাকার বাসিন্দা সাংবাদিক মীর আফরোজ জামান বলেন, চলতি মাসের ১০ তারিখে তাঁর বাড়ির সংযোগ তার চুরি হয়েছে। প্রায় ৬০ মিটার তার চোর কেটে নিয়ে যায়। ওই দিন একই এলাকার বাসিন্দা ইউনুস মুন্সি ও শিমলদের বাড়ির তার চুরি হয়ে যায়। এখন প্রতিদিনই কোনো না কোনো বাড়ির তার চুরির ঘটনা শোনা যাচ্ছে। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
সজ্জনকান্দা টিএনটি পাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মনিবুর রহমান জানান, তিন মাস আগে তার বাড়ির সংযোগ তার রাতের আধারে চোর কেটে নিয়ে যায়। এরপর আরেক দফা তার বাড়ির সংযোগ তার চুরি হয়ে যায়। মোট দুই বার তার বাড়ির সংযোগ তার চুরি হয়। রাস্তা থেকে প্রায় ১০০ গজ তার চুরি হয়। এ ঘটনায় তিনিও থানায় অভিযোগ করেছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একজন কর্মচারী জানান, গত সপ্তাহে শহরের প্রায় ২০ থেকে ৩০ টি বাড়ির সংযোগ তার তারা লাগিয়ে দিয়েছেন। চোরের প্রত্যেক বাসায় মিটারের গোড়া থেকে ও বিদ্যুতের পিলারের মেইন লাইন থেকে ৩/৪ ফুট রেখে কেটে নিয়ে যাচ্ছেন। তবে যাদের তার বেশি নিচুতে ছিলো তাদের বাসার তারই চোরের কেটে নিয়ে যাচ্ছে। যারা চুরি করছে তারা পেশাদার। কারণ বিদ্যুতের সংযোগ থাকা অবস্থায় ঝুঁকি নিয়ে তারা কেটে নিয়ে যাচ্ছে।
এ ঘটনায় বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সাংবাদিকের বাসায় বিদ্যুতের তার চুরির ঘটনা তুচ্ছ করে দেখার কোন সুযোগ নেই। তার চুরির ঘটনা ও কেউ গ্রেফতার না হওয়ায় উষ্মা প্রকাশ করেন তিনি। এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে জোর দাবি জানান।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহাদাত হোসেন জানান, শুনেছি প্রায়ই শহরের বিভিন্ন এলাকার বসতবাড়ির বৈদ্যুতিক তার চুরি হচ্ছে । এ ঘটনায় অনেকেই থানায় অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি।