
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে পলাশ চন্দ্র পোামানিক পলান (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকালে তার নিকট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার পলাশ চন্দ্র উপজেলার গুঠনিয়া গোবিন্দপুর গ্রামের সুবল চন্দ্রের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভান্ডালগ্রাম বাজারে অভিযান চালিয়ে পলাশ চন্দ্র প্রামাণিক পলান নামে একজনকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাতে তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।