Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে জানালা ভেঙ্গে ঘুমন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে...

রাণীনগরে জানালা ভেঙ্গে ঘুমন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

August 08, 2023 07:33:49 PM   দেশজুড়ে ডেস্ক
রাণীনগরে জানালা ভেঙ্গে ঘুমন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে প্রবাসীর ঘুমন্ত স্ত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় থানাপুলিশ অভিযান চালিয়ে রহিদুল ইসলাম ওরফে ভোলতা (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতার রহিদুল উপজেলার আমিরপুর গ্রামের সাবের আলীর ছেলে। তাকে মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।

ভুক্তভোগী গৃহবধু জানান, তার স্বামী বিদেশে থাকার সুবাদে শ্বশুর বাড়ীতে থাকতেন। গত ২৪ জুলাই রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। গভীর রাতে আমিরপুর গ্রামের রহিদুল ইসলাম নামের ওই যুবক জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষনের চেষ্টা করে। এসময় চিৎকার করতে থাকলে লোকজন ছুটে আসলে রহিদুল পালিয়ে যায়। এ ঘটনায় গত ৪ আগষ্ট গৃহবধুর শ্বাশুড়ি বাদী হয়ে রহিদুলকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানাপুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে আবাদপুকুর এলাকা থেকে রহিদুলকে গ্রেফতার করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় রহিদুলকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।