Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগর ডাকাতির প্রস্ততিকাল অস্ত্রসহ আটক ৪ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগর ডাকাতির প্রস্ততিকাল অস্ত্রসহ আটক ৪

April 04, 2024 12:38:50 PM   উপজেলা প্রতিনিধি
রাণীনগর ডাকাতির প্রস্ততিকাল অস্ত্রসহ আটক ৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর ডাকাতির প্রস্ততিকাল দশীয় অস্ত্রসহ চার জনক আটক করছ পুলিশ। এসময় একটি মিনিট্রাক জব্দ করা হয়।মঙ্গলবার গভীর রাত নওগাঁ-নাটার আঞ্চলিক মহাসড়কর গানা এলাকা থক আটক করা হয়। এঘটনায় থানায় মামলা দায়র করা হয়ছ।

বুধবার দুপুর রাণীনগর থানায় নওগাঁ জলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদ পদানতিপ্রাপ্ত) গাজিউর রহমান পিপিএম,এক সংবাদ সম্মলন জানান, আসন ঈদ উপলক্ষ উপজলা জুর পথচারী ও সাধারণ মানুষর নিরাপত্তা জারদার অতিরিক্ত পুলিশি টহল জারদার করা হয়ছ।

মঙ্গলবার গভীর রাত থানাপুলিশ টহল দয়ার সময় নওগাঁ-নাটার আঞ্চলিক মহাসড়কর গানা এলাকায় পছল সড়কর উপর একটি মিনি ট্রাক সদহভাজনক অব¯ায় দ্বাড়িয় থাকত দখ। এসময় পুলিশ ট্রাকর কাছ যতই ট্রাক নিয় পালানার চষ্টা কর। এসময় পুলিশ এবং স্থানীয়দর সহযাগিতায় চারজনক আটক কর।

আটককতরা হলা বগুড়ার দুপচাঁচিয়া উপজলার নিমাইকালা গ্রামর সানা মিয়ার ছল শাকিল প্রাং(২৪) ও লিটনর ছল মুনা মন্ডল (১৯) এবং নওগাঁর রাণীনগর উপজলার হরিশপুর গ্রামর জামাল উদ্দীনর ছল আজাদুল ইসলাম (২৮) ও একই উপজলার আতাইকুলা গ্রামর রফিকুলইসলামর ছল লিটন হাসন (২৪)। আটককাল তাদর নিকট থক লাহার শাবল, রড, হাসুয়া, চাকু, কসটপ, রশি উদ্ধার করা হয়।

এসময় একটি মিনিট্রাকও জব্দ করা হয়। পুলিশর এই কর্মকর্তা আরা জানান, মিনিট্রাক এই দল ১০/১২জন ছিল। এদর মধ্য অনকই রয়ছ যারা নওগাঁর মহাদবপুর গত বছর সংঘটিত ডাকাতির সঙ্গ জড়িত। এরা কান বাড়ী বা রাস্তায় পথচারীর পথরাধ কর ডাকাতি সংঘটিত করতা বল প্রাথমিক জিজ্ঞাসাবাদ সিকার করছ।

সংবাদ সম্মলন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দ, ইন্সপেক্টর (তদন্ত) মহদি মাসুদসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্তিত ছিলেনিখিলে ন। আটককতদর বিরুদ্ধ থানায় মামলা দায়র করা হয়ছ। তাদর জিজ্ঞাসাবাদর জন্য রিমান্ডর আবদন কর আদালত সাপর্দ করা হব বল জানিয়ছন পুলিশর এই কর্মকর্তা।