Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে দেড় কেজি গাঁজাসহ দম্পতি আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে দেড় কেজি গাঁজাসহ দম্পতি আটক

May 15, 2023 05:33:15 PM   উপজেলা প্রতিনিধি
রাণীনগরে দেড় কেজি গাঁজাসহ দম্পতি আটক

ছাইফুল ইসলাম শাহীন:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ দম্পতি ফরহাদ হোসেন (৩৫) ও মনি আক্তার (২৫) কে আটক করেছে। রোববার গভীর রাতে তাদেরকে আটক করা হয়। আটক দম্পতি উপজেলার সদরের বিষ্ণপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই কল্লোল কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সদরের বিষ্ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ফরহাদ হোসেনের বাড়ীতে অভিযান পরিচালনা করেন। এসময় ফরহাদ হোসনের বাড়ী তল্লাশী করে দেড় কেজি গাঁজা উদ্ধারসহ ফরহাদ ও তার স্ত্রী মনি আক্তারকে আটক করে।

আটক দম্পতি গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে বাড়ীতে রেখেছিল। এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।