Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রাণীশংকৈলে কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগের নেতাকর্মীরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীশংকৈলে কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগের নেতাকর্মীরা

May 20, 2023 07:57:16 PM   উপজেলা প্রতিনিধি
রাণীশংকৈলে কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগের নেতাকর্মীরা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
কৃষক আতাউর ও তোফাজ্জল তার পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। এ খবর পেয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃষক লীগের দলীয় লোকজন শনিবার সকালে কাঁচি নিয়ে হাজির হলেন জমিতে।

শনিবার (২০ মে) দুপুরে উপজেলার রাউত নগর রাজশাইয়া পাড়ার বয়ডার ব্রীজের পাশে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। এ সময় কৃষক আতাউর রহমান ও তোফাজ্জুল ইসলামের প্রায় এক একর জমির ধান কেটে   বাসায় পৌছে দিলেন কৃষক লীগের নেতাকর্মীরা।

ধান কাটা কার্যক্রমে অংশ গ্রহণ করেন জেলা কৃষক লীগ নেতা শেখ রফিকুল ইসলাম সিজার, কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ চৌধুরী রিংকু ওয়ালিউর রহমান বাবু ও মাসুদ রানা পলক। এছাড়াও রাণীশংকৈল উপজেলা কৃষক লীগ সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায় আ.লীগ নেতা আনিসুর রহমান বাকী, রফিউল ইসলাম ভিপিসহ জেলা ও উপজেলা কৃষক লীগের বিভিন্ন নেতাকর্মী ধান কাটায় অংশ গ্রহণ করেন।

এসময় নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আমরা দলীয় লোকজন কাঁচি হাতে নিয়ে কৃষকদের ধান কেটে দিচ্ছি। দরিদ্র কৃষকের যে কোনো সংকটে আমরা কাজ করে যাব। এ প্রতিশ্রুতি নিয়েই এলাকার অসহায় দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছি। এ দুঃসময়ে কৃষকদের পাশে আমাদের সবার দাঁড়ানো প্রয়োজন।

কৃষক আতাউর বলেন, জমিতে ধানের চাষ করেছি। ফলনও এবার ভালো হয়েছে। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকট থাকায় কাটতে পারছিলাম না। সকালে ক্ষেতে গিয়ে দেখি কাঁচি হাতে একদল লোক ধান কাটছেন। কাছে গিয়ে দেখতে পাই উপজেলার কৃষক লীগের নেতাকর্মীরা ধান কাটছেন। তাদের দেখে আমি অবাক হই।

উপজেলা কৃষকলীগের সভাপতি বাবর আলী বলেন, ‘আমাদের কৃষক বান্ধব সরকারের কৃষি ও কৃষকের প্রতি যে তার আন্তরিকতা রয়েছে তারই ধারাবাহিকতায় আমরা এ উপজেলায় কৃষকের ধান কেটে দিচ্ছি। এবং কৃষকের পাশে আছি।
পৌরসভাসহ ৮টি ইউনিয়নে পর্যায়ক্রমে আমাদের এ ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে’।