
জবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র বরাদ্দপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।
শনিবার (১৯ এপ্রিল) সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই সহায়তা কার্যক্রম চালানো হয়। সারাদেশ থেকে আগত পরীক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ও ব্যাগ সংরক্ষণের ব্যবস্থা, খাবার পানির সরবরাহ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনার মাধ্যমে সেবাদান নিশ্চিত করা হয়।
এই উদ্যোগের নেতৃত্ব দেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন। তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যেমন সেবা দিয়েছি, তেমনি রাবির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আমাদের ক্যাম্পাসে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেছি। শিক্ষার্থীদের পাশে থাকাই আমাদের অঙ্গীকার।”
আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “সারাদেশ থেকে আগত পরীক্ষার্থীদের সহায়তা করতে পারা আমাদের জন্য গর্বের। তারা যেন কোনো দুর্ভোগে না পড়েন, সেটাই ছিল আমাদের মূল লক্ষ্য।”
সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “জবি কেন্দ্রের পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে সহায়তা করার মধ্য দিয়ে আমরা আমাদের দায়বদ্ধতা পালন করেছি। এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”