Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রৌমারীতে ব্যতিক্রম পুষ্টি মেলা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রৌমারীতে ব্যতিক্রম পুষ্টি মেলা অনুষ্ঠিত

March 21, 2023 08:13:39 PM   দেশজুড়ে ডেস্ক
রৌমারীতে ব্যতিক্রম পুষ্টি মেলা অনুষ্ঠিত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে সঠিক পুষ্টিতে সুস্থ জীবন, পুষ্টি মেলা, রান্না প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালের দিকে উপজেলার যাদুরচর ইউনিয়ন পরিষদ চত্বরে সংগ প্রকল্প ও ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ ও কোর্ডএইড এর নেতৃত্বে যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলীর সভাপতিত্বে এই পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়।

এতে সার্বিক সহযোগিতা করেন যাদুরচর ইউনিয়ন পরিষদ। পুষ্টি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বী (ভার:),উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, যাদুরচর ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান হযরত আলী, সংগ প্রকল্পের সমন্বয়ক আশরাফুল আলম, উপজেলা সমন্বয়ক নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী, যাদুরচর ইউপি সচিব ও সদস্যগণসহ প্রায় ৭ শতাধীক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

মেলার বিশেষ আকর্ষণ ওয়াশ উদ্যোক্তা, যুব উদ্যোক্তা, নিউট্রিশন সেলস এজেন্ট, আরডিআরএস ফেডারেশন, এফবিএ, আরডিআরএস ও পুষ্টি রান্না প্রতিযোগিদেরসহ ১৭ টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলায় রান্না প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।