
জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) র্যাগিংয়ের মাধ্যমে নবীন শিক্ষার্থীকে হয়রানি করা হয়েছে এমন অভিযোগ কারও বিরুদ্ধে প্রমাণিত হলেই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অভিযুক্তকে বহিষ্কার করা হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের হাত থেকে রক্ষা করতেই জবি প্রশাসন এমন কঠোর ব্যবস্থা নিয়েছে। কেননা র্যাগিংয়ের কারণে নবীন শিক্ষার্থীরা যেমন হয়রানির শিকার হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতি নেতিবাচক ধারণা পোষণ করে তেমনি র্যাগিংয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাও নষ্ট হয়।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ডেপুটি রেজিস্টারের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে র্যাগিংয়ের কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। এর ফলে ছাত্র-ছাত্রীরা অপদস্থ ও অত্যাচারের ভয়ে থাকে। র্যাগিং শৃঙ্খলাপরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ র্যাগিংয়ের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বহিষ্কার বা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীন তথা ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে র্যাগিং মুক্ত রাখতে প্রতি বছরের ন্যায় এবছরও ক্লাস শুরুর প্রথম দিন থেকেই সজাগ জবি প্রশাসন।