
দেলোয়ার হোসেন দুলাল:
লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাত ৮টায় উপজেলা রিপোর্টার্স ইউনিটি হলরুমে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
সাংবাদিক পীরজাদা মাসুদ হোসেনের নেতৃত্বে এবং তাবারক হোসেন আজাদ, মাহবুব আলম মিন্টুর পরিচালনায় এ সভা করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করেন নেতৃবৃন্দ।
এতে সর্ব সম্মতিক্রমে সাংবাদিক পীরজাদা মাসুদ হোসাইনকে আহ্বায়ক করা হয়। কমিটির সদস্য সচিব হয়েছেন তাবারক হোসেন আজাদ, যুগ্ম আহবায়কগণ হলেন- মুকুল পাটোয়ারী, জহিরুল ইসলাম টিটু, আব্দুর রহমান তুহিন, শিপন পাটোয়ারী, নুর উদ্দিন ভাট শিপলু, ফারুক হোসেন।
সাধারণ সদস্যরা হলেন, মাহবুব আলম মিন্টু , শফিউল আজম চৌধুরী জুয়েল, জাকির হোসেন নোমান, আব্দুল লতিফ, ডি এইচ দুলাল, মাজেদ হোসেন, কাউসার আলম, সুদেব কুরী, মো. ইউসুফ আলী, আহসান হাবীব, শাহাদাত হোসেন শিমুল, শরীফ হোসেন, মাহমুদুন্নবী সুমন, আলী আজগর রবিন, শাহ পরান আরিফ, রিয়াজ উদ্দিন, জাকির হোসেন দিদার, আরিফ হোসেন রুদ্র, দেলোয়ার হোসেন পাটোয়ারী, মামুন ভুঁইয়া, আক্তার হোসেন খান , শরীফ হোসেন রিংকন, মাহাবুবুল হক রাজু, ইজাজ হোসেন রুমান, এমআর হায়দার অপু, সাহিদা আক্তার সাথী, তাসলিমা আক্তার।
সভায় আহ্বায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে তফসিল ঘোষণাসহ একটি সুষ্ঠু নির্বাচন শেষ করবেন এমন সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে কমিটি গঠনের পরদিন সন্ধ্যায় সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের বাসভবনে সৌজন্যে সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ। এ সময় নুরুদ্দিন চৌধুরী নয়ন যেভাবে একটি সংগঠন সুন্দর করে ফুটে তোলানো যায় সেভাবে সাংবাদিকগণকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেন।