
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ, সবুজবাগ ও মোহাম্মদপুর এলাকা হতে সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ইকবাল মাহমুদ, মনির হোসেন ও ফরহাদ মোল্লা’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
রবিবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক অর্থঋণ মামলায় ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত আসামী বংশালের বাসিন্দা মোঃ ইকবাল মাহমুদ (৪১)। এ সময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন ও নগদ দুই হাজার একশত টাকা উদ্ধার করা হয়।
এছাড়া শনিবার অপর দল রাজধানী ঢাকার সবুজবাগ থানাধীন বাসাবো এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক প্রতারণা মামলা ০২ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত ও ০৩টি অর্থঋণ মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ মনির হোসেন মৃধা (৫৯) কে গ্রেফতার করে। এ সময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
একই দিন র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক অর্থঋণ মামলায় ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৯২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ফরহাদ মোল্লা (৪১)’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা নিজদেরকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানায়। প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।