Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / র‌্যাবের অভিযানে কলেজছাত্রী ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

র‌্যাবের অভিযানে কলেজছাত্রী ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

September 13, 2024 08:55:24 PM   নিজস্ব প্রতিবেদক
র‌্যাবের অভিযানে কলেজছাত্রী ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১০ কলেজছাত্রী ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর রহমানকে (৪৬) গ্রেফতার করেছে। অভিযুক্ত মিজান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং ফতুল্লার কুতুবপুর নয়ামাটি এলাকায় আত্মগোপনে ছিলেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। মিজানের বিরুদ্ধে ঢাকার হাজারীবাগ থানায় ধর্ষণ এবং পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছিল, যার ফলে তিনি যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা দণ্ডিত হন।

জানা যায়, মিজান কলেজছাত্রীকে ইউরোপে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করেন। পরে ধর্ষণের ভিডিও ধারণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করেন। ঘটনা বুঝতে পেরে ভিকটিম থানায় মামলা দায়ের করলে মিজান গ্রেফতার হন, তবে জামিন নিয়ে পলাতক হয়ে যান।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে মিজান স্বীকার করেন যে, তিনি বিভিন্ন মেয়েদের ইউরোপে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা এবং ধর্ষণের মতো অপরাধে লিপ্ত ছিলেন।

গ্রেফতারকৃত মিজানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।