Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / রাষ্ট্রপতি ইস্যুতে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাষ্ট্রপতি ইস্যুতে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

October 23, 2024 01:51:27 PM   অনলাইন ডেস্ক
রাষ্ট্রপতি ইস্যুতে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদে থাকা বা না থাকার ব্যাপারে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের তরফে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, "এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কিছু হলে আপনারা জানবেন।"

বুধবার সকালে বিএনপি'র সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

সকালে বিএনপির একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথিভবন যমুনা, যা বর্তমানে প্রধান উপদেষ্টার বাসভবন, সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে দেখা করতে যান।

প্রতিনিধি দলে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেছেন, নতুন করে কেউ দেশে সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি করার চেষ্টা করলে সেটিকে এবার 'ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে'।

এদিকে, রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপি’র সাথে প্রধান উপদেষ্টার কোনো আলোচনা হয়েছে কী-না, সে প্রশ্ন এড়িয়ে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, "এ ব্যাপারে বিএনপি নেতারাই সাংবাদিকদের জানানোর কথা।"

এর আগে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসভবনে কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে।