
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনে বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে, মঙ্গলবার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে দিনভর বিক্ষোভের পর আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেন।
বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের রাস্তা অবরোধ করে রাতে বিক্ষোভ করা হয়।
এদিকে, আন্দোলনের প্রেক্ষিতে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন ও তার আশপাশের এলাকায় কাঁটাতার ও ব্যারিকেড বসিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।