Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / রোহিঙ্গা শিবিরে ফের অগ্নিকাণ্ড - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রোহিঙ্গা শিবিরে ফের অগ্নিকাণ্ড

March 05, 2023 10:46:25 PM   দেশজুড়ে ডেস্ক
রোহিঙ্গা শিবিরে ফের অগ্নিকাণ্ড

উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে আবার আগুন লেগেছে। আশপাশের আশ্রয় শিবিরে ছড়িয়ে পড়ায় আগুন ভয়াবহরূপ ধারণ করেছে। প্রাথমিকভাবে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রোববার (৫ মার্চ) দুপুর আড়াইটায় উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-ব্লকে আগুনের ঘটনা ঘটে। আগুন এখনও নিয়ন্ত্রণে না আসায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে নিশ্চিত হওয়া যায়নি।

শেখ মোহাম্মদ আলী বলেন, বালুখালী ১১ নম্বর আশ্রয় শিবির থেকে আশপাশের ১০, ১১ ও ১২ নম্বর আশ্রয় শিবিরেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়।

আগুন নিয়ন্ত্রণে কক্সবাজার সদর, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের সহায়তা চাওয়া হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিক অনুসন্ধানে আমরা ধারণা করছি শিবিরের সহস্রাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।