Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগর-আত্রাইয়ে ডিবি’র অভিযানে চার মাদক কারবারী যুবক আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগর-আত্রাইয়ে ডিবি’র অভিযানে চার মাদক কারবারী যুবক আটক

July 18, 2022 05:42:37 AM  
রাণীনগর-আত্রাইয়ে ডিবি’র অভিযানে চার মাদক কারবারী যুবক আটক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রাণীনগর ও আত্রাইয়ে পৃথক অভিযান চালিয়ে হেরোইন, এ্যাম্পুল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চার যুবককে আটক করেছে। শনিবার রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রাণীনগর ও আত্রাই থানায় পৃথক ভাবে মামলা রুজু করা হয়েছে।

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার ওসি কেএম শামসুদ্দিন বলেন, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সবুজ হোসেন (৩৬)কে তিন গ্রাম হেরোইন ও ৭৫পিস এ্যাম্পুল এবং মাদক বিক্রির ১৬ হাজার ৭০০ টাকাসহ আটক করা হয়।

এছাড়া একই রাতে উপজেলার আত্রাই উপজেলার বান্দায়খাড়া এলাকায় অভিযান চালিয়ে বান্দায়খাড়া গ্রামের মাসুদ রানার ছেলে জয় হোসেন (২১) ও খবির উদ্দীনের ছেলে আব্দুল আকিব ওরফে মিন্টু (২৫) এবং রাজশাহীর বাগমারা উপজেলার মাছগ্রামের শাহার আলীর ছেলে ফারুক হোসেন (৩৩) কে আটক করা হয়।

আটককালে তাদের নিকট থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই আটককৃতদের বিরুদ্ধে নওগঁা জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে রাণীনগর এবং আত্রাই থানায় পৃথক পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে।