Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণার পূর্ব প্রস্তুতিমূলক মতবিনিময় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণার পূর্ব প্রস্তুতিমূলক মতবিনিময়

July 19, 2022 07:04:21 AM  
রাণীনগরকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণার পূর্ব প্রস্তুতিমূলক মতবিনিময়

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা:
নওগাঁর রাণীনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার পূর্ব প্রস্তুতি উপলক্ষে প্রেস ব্রিফিং ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে সংশ্লিষ্ঠরা জানান, মুজিবশত বর্ষ উপলক্ষে আগামী ২১ জুলাই প্রধান মন্ত্রী শেখ হাসিনা নওগাঁর রাণীনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন। ওই দিন উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারা বলছেন, তিন ধাপে এই উপজেলায় মোট ১৭৬জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় জায়গাসহ ঘর নির্মান করে দেয়া হয়েছে।